[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রধানমন্ত্রী’র ঘর পেয়ে আনন্দে আত্মহারা কাপ্তাইের ক্ষুদ্র-নৃ জাতিগোষ্ঠীর পরিবার

৯৩

॥ কবির হোসেন, কাপ্তাই ॥ 

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ডিজাইনের ঘর পেয়েছে ৭টি ক্ষু-নৃ জাতিগোষ্ঠীর অসহায় পরিবার। ঘর উপহার পাওয়ার আনন্দে আপ্লুত পরিবারগুলো।

ঘর উপহার পাওয়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ির বাসিন্দা রতন তনচংগা, বড়ইছড়ি পাড়ার সুইচাপ্রু মারমা জানান, একসময় প্রাকৃতিক দুর্যোগে কতই না কস্ট করে তাদের ঘরে বসবাস করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই তাদের দুর্ভোগের সীমা থাকতোনা। প্রাকৃতিক দুর্যোগের সাথে  সংগ্রাম করে পরিবার নিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার পেয়ে সেইসব কস্ট, দুর্ভোগের দিন শেষ হয়েছে। তারা আবেগ আপ্লুত হয়ে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তারা প্রত্যকে নতুন ঘরে থাকার আনন্দ উপভোগ করছে এবং সেইসাথে তাদের সকলের সব দুঃখ কস্টের লাঘব হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান গত ১ ডিসেম্বর কাপ্তাইের ওয়াগ্গা দেবতাছড়ি এলাকায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়া রতন তনচংগা এবং বড়ইছড়ির সুইচাপ্রু মারমার নতুন ঘর পরিদর্শনে যান। ঘর উপহার পাওয়ার খুশীতে তারা সকলেই তাদের নতুন ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নতুন ছবি টাঙিয়েছেন। সেইসাথে তারা আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এইসময় কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই প্রতিবেদককে জানান, পাথুরে পাহাড়ি ঝর্ণাধারা বেয়ে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে কিংবা ৭০ ফুট উপরে পাহাড়ের কোল ঘেঁষে উপহার পাওয়া প্রধানমন্ত্রীর ঘর গুলো যখন পরিদর্শনে যান তখন তিনি সেইসব অসহায় ক্ষুদ্র-নৃ জাতিগোষ্ঠী পরিবার গুলোর চোখে মুখে হাসি দেখে লম্বা পথ পাড়ি দেওয়ার কষ্ট ভুলে যান। পার্বত্য অঞ্চলের গৃহহীন ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী পরিবারের জন্য বিশেষ ডিজাইনের ঘর গুলো পেয়ে পরিববারগুলো আনন্দে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এদিকে কাপ্তাইের চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম ইউনিয়নে ১ টি করে এবং কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে ২ টি করে মোট ৭টি ঘর প্রধানমন্ত্রীর বিশেষ উপহারস্বরূপ ৭টি ক্ষুদ্র-নৃ জাতিগোষ্ঠী অসহায় পরিবারকে প্রদান করা হয়েছে। প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার ৬ শত ৪৪ টাকা।।