[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

৪৪

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় অন্তর্বতীকালীন প্রশাসক নিয়োগের জন্য বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭ সদস্যের একটি তালিকা করে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছেন।

গত মঙ্গলবার (১০সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান এর স্বাক্ষরিত তালিকাটি প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়।

জানা যায়,বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদে অন্তর্বতীকালীন প্রশাসক হিসেবে ৭ সদস্য তালিকার মধ্যে রয়েছেন- জ্যাকলিন চাকমা, প্রশাসক (বরকল উপজেলা সমবায় কর্মকর্তা),রিপন চাকমা,সদস্য(ব্যবসায়ী), পূর্ণ তারা চাকমা, সদস্য (উন্নয়নকর্মী বরকল), রিন্ট চাকমা,সদস্য (প্রধান শিক্ষক,বরকল বালিকা উচ্চ বিদ্যালয়),৫.মোঃ গোলাম রাব্বানী,সদস্য (ইমাম, এরাবুনিয়া মাদ্রাসা), মোঃ আব্দুল মালেক,সদস্য (অধ্যক্ষ(ভাঃ) ভূষণছড়া কলেজ) ও মাওলানা নাজিম উদ্দীন,সদস্য (প্রিন্সিপাল উত্তর এরাবুনিয়া মাদ্রাসা)।

প্রতিবেদনে জানা যায়,গত ৪ জুন ২০১৬ সালে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর ২০১৬ সালে ৫জন সদস্য শপথগ্রহণ করলেও ৭জন সদস্য শপথগ্রহণ করেননি। ফলে ৬ মার্চ ২০১৭ সালে সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৩ মে ২০১৭ সালে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদে ১ নং ও ২নং সংরক্ষিত ওয়ার্ডে এবং ১,২,৩,৪ ও ৯ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১১জুন ২০১৭ সালে গেজেট প্রকাশিত হলে ১০ জুলাই ২০১৭ সালে নির্বাচিত সদস্যগণকে শপথগ্রহণের জন্য পত্র দেয়া হয়।এসময় সদস্যগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হন এবং শপথ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। কি কারণে শপথ গ্রহণ করছেন না তা দরখাস্তের মাধ্যমে উপস্থাপন করেন। এ বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে শপথ গ্রহণ না করার বিষয়ে কমিশনের করণীয় কিছু নেই।

উল্লেখ্য, গত ১১ডিসেম্বর ২০২১ সালে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৫বছর মেয়াদ পূর্ণ হয়। তাই ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য ৭জনের তালিকা করে অন্তর্বতীকালীন প্রশাসক নিয়োগের সুপারিশ করা হয়।