নৌকা ছেড়ে ট্রাকে উঠলেও তারা সুবিধাবাদি
রাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছে
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বেই নতুন নিবন্ধিত দল (ট্রাক প্রতিক) গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১.টায় সদ্য নিবন্ধন পাওয়া (ট্রাক প্রতীক) গণ অধিকার পরিষদ ও অঙ্গ, সহযোগী সংগঠনের আনন্দ মিছিলটি মাইনীমূখ বাজার হতে লংগদু সদরেএসে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।সমাবেশে আল আমিনের পরিচালনায় এবং ফরহাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মামুন সরকার, বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম, ৬ নং মাইনীমূখ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম,অন্যান্যদের মধ্যে আটারকছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আটারকছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছলেক সহ যুবলীগ ও ছাত্র লীগের অসংখ্য নেতা কর্মী উপস্থিত থাকতে দেখা যায়।
এসময় এক প্রশ্নের উত্তরে মাজহারুল ইসলাম বলেন, আমি আওয়ামীলীগ করিনা সামাজিক সংগঠন বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সভাপতির দায়িত্বে আছি। এদিকে আওয়ামীলীগের আটারকছড়া ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি শাজাহান বিশ্বাস কথা বলতে রাজি হয়নি। সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, আমি স্বেচ্ছাসেবক লীগ মাইনীমূখ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক, তবে আমি বিপি নুরের দলকে ভালোবেসে আজকে ট্র্যাক প্রতিকের মিছিলে আসছি।
এব্যাপারে ছাত্র অধিকার পরিষদের নেতা রাঙ্গামাটি জেলা সদস্য সচিব মোহাম্মদ হাসান বলেন, আমাদের যেহেতু নতুন সংগঠন এখানে সবাই আসতে পারে, তবে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন পদ পদবীধারি আসলে তাদেরকে কোন পদ দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে এখনই তাদের কোন পদ দেওয়া হবেনা।
এদিকে বর্তমানে আওয়ামীলীগের সমর্থক অনেকে বলছেন, দুরদিনে সুবিধাবাদী অনেকেই এখন দলছুটের পাল্লায় পড়ে বিভিন্ন দলে যোগদান করার চেষ্টা চালাচ্ছে যা এটি প্রমান করে। বেইমানরা কোথাওগিয়ে সুবিধা করতে পারবেনা। বিরোধী অনেকেই বলছেন নৌকা ছেড়ে ট্রাকে উঠলেও তারা যে চিহ্নিত সুবিধাবাদি তাই সবাই বুঝতেও পারছেন।