মানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি আপ্রুছি মগ, সাধারণ সম্পাদ আম্যে মারমা, সাংগঠনিক থোয়াই অংগ্য মারমা, যুব ঐক্য পরিষদের সভাপতি উসাজাই মারমা, সহ-সভাপতি মংসাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক অংগ্য মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা প্রমুখ।
এ সময় মারমা সম্প্রদায়ের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত মারমা সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতারা। সরকারি যেকোনো সুযোগ সুবিধা প্রাপ্তি সাপেক্ষে সহযোগিতা করার আশ্বাস দেন নবাগত ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া।