[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, আমরা সজাগ থাকব

রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বতীকালীন সরকারকে সময় দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার (৮সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এক বক্তৃতায় বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত জনগণকে ধৈর্য ধারণ করার এবং সরকারের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় দেওয়ার পরামর্শ দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্ন্তর্বতী সরকারের বয়স মাত্র এক মাস। আমাদেরকে সরকারের সংস্কারের জন্য সময় দিতে হবে। এই সরকার একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করবে যেখানে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষ এক জায়গা থেকে চিকিৎসা নিতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পর আমাদের নতুন সংগ্রাম শুরু হয়েছে। শেখ হাসিনার শাসন শেষ হয়ে গেছে এবং তার প্রশাসনের কিছু অংশ এখনো আমাদের চারপাশে ঘোরাফেরা করছে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গত ১৬ বছরে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এবং জনগণকে বিভক্ত করে রাখা হয়েছে।

বিশেষ করে, হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে বলেন, আমরা দেখেছি, সাম্প্রতিক রাজনৈতিক ও বন্যার সময় সকলেই মিলিত হয়ে সংকট মোকাবেলা করেছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের কাঠামোতে রয়ে গেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, ক্ষমতার পরিবর্তে জনগণের সেবায় মনোনিবেশ করুন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, আপনারা যদি জনগণের সেবা দিতে ব্যর্থ হন, তাহলে ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগকৃত কর্মচারীদের পরিবর্তন করা হবে। সরকার যদি উন্নয়ন দাবি করে, তাহলে দেশে অনিয়ম এবং দুর্নীতি না থাকলে তা প্রমাণিত হবে। বক্তব্যের শেষ দিকে, হাসনাত আব্দুল্লাহ জানান, “আমরা ছাত্র জনতা সন্ত্রাস, চাঁদাবাজি, এবং দুর্নীতি সহ্য করবো না। ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা সজাগ থাকব এবং বিভাজন থেকে মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাব।