[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুইদীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈলংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরিকাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়নে মানুষের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দহালদার উজানে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দঅহেতুক মামলা নয়, লিগ্যাল এইড অফিস এ সমাধানও হয়দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর মানবিক উদ্যোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

২১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, ৎ খাগড়াছড়ি ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০টি পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সুজি।

উল্লেখযোগ্যভাবে, এই সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সেক্রেটারি মো: সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, ও ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি। প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকে। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। তারা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও খাবার বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।