কাপ্তাই উপকেন্দ্রে ৩ দিনে ৫৫ টন মৎস্য আহরণ, রাজস্ব আয় ১০ লক্ষ টাকা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রে গত তিন দিনে প্রায় ৫৫ টন মাছ আহরণ হয়েছে। এতে সরকারের প্রায় ১০ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই মৎস্য আহরণ উপকেন্দ্রের কেন্দ্র প্রধান মোঃ জসীম উদ্দিন জানান, দীর্ঘ ৪ মাস পর গত ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়। এতে ১ম দিনে কাপ্তাই উপকেন্দ্রে ১৪ টন, ২য় দিনে ২০ টন এবং ৩য় দিনে ২১ টন মৎস্য আহরণ হয়েছে।
এছাড়া বুধবার (৪ সেপ্টেম্বর) ৪র্থ দিনেও প্রায় ২০ টনের অধিক মৎস্য আহরণ হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে জানান এই কর্মকর্তা। তিনি জানান বর্তমানে কাপ্তাই হ্রদে জেলেদের মাঝে মাছ ধরা শুরুতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রথমদিনে মাছ আহরণ একটু কম হলেও ২য় দিন থেকে পুরোদমে চলছে মৎস্য আহরণ কার্যক্রম। এছাড়া দিন দিন মৎস্য আহরণ আরো বৃদ্ধি পাবে বলে আশা রয়েছে। সেইসাথে বিগত তিন দিনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্র হতে সরকারের প্রায় ১০ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে।
কাপ্তাই মৎস্য বিপনন উপ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদে মাছ ধরা শেষে ট্রলারে করে ড্রামে ড্রামে মাছ নিয়ে আসছে জেলেরা। প্রক্রিয়া শেষে মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।
এদিকে কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন ও শাহাবুদ্দিন জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হওয়াতে জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আশা করা যাচ্ছে, মৎস্য আহরণের পরিমাণ বৃদ্ধি পেলে জেলে এবং ব্যবসায়ীরা অনেক লাভবান হবেন।