খাগড়াছড়িতে ‘এক টাকার বাজার’
সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের চমৎকার যৌথ উদ্যোগ
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সম্প্রতি খাগড়াছড়ি জেলায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে—‘এক টাকার বাজার’। এই বাজারটির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যা বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় সম্পন্ন হয়েছে।
বুধবার (৪সেপ্টেম্বর) বুধবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বাজারের উদ্বোধন করেন। এই বাজারে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগী, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্য মাত্র ১ টাকায় বিক্রি করা হচ্ছে। সাধারণত ৮০০ টাকা মূল্যমানের পণ্য এখানে ক্রেতারা মাত্র ৭টি বেছে নিতে পারছেন।
বাজারে ২ ডজন ডিম ও ১টি মুরগী ১ টাকায় পাওয়া যাচ্ছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির ৫০০ পরিবারের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান মন্তব্য করেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সেনাবাহিনী সহযোগিতার মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন জানান, “বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের যেকোন দুর্যোগে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। খাগড়াছড়িতে আমরা ২১ আগস্ট থেকে ত্রাণ কার্যক্রম চালাচ্ছি।”
এদিকে, পানছড়ি থেকে আসা লাকি ত্রিপুরা বলেন, “বন্যায় সবকিছু হারিয়ে ফেলেছি। আজ এক টাকায় মুরগী কিনে সন্তানকে ভালো করে খাওয়াতে পারব।”
স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করে এবং নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার প্রদান করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়ন’র জিএসও-টু (আই) মেজর জাবির সোবহান, বিদ্যানন্দ ফাউন্ডেশন’র বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাঃ সম্পাদক এড. জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক মোঃ জহুরুল আলম, বিদ্যানন্দ’র টিম লিডার মোবারক বাবু সহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকরা।