মানিকছড়িতে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্ববর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের সদস্য সচিব মো. মহিউদ্দিন কিশোর’র সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা আবুল কাশেম মাস্টার, সহ-সভাপতি মো. মুজিবুল হক বাহার, সাংগঠনিক সম্পাদক মো. মুনছুর আলী, উপজেলা বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক ও ওলামা দলের সাধারণ সম্পাদক মাঃ ইব্রাহিম খলিল আল ফরিদী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম বলেন, দীর্ঘ ১৫টি বছর আ.লীগ সরকার এদেশের মানুষের উপর নানা নিপীড়ন-নির্যাতন চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষের কন্ঠরোধ করেছে। তাদের দমন-নিপীড়নে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চোরের মতো দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তবে তাদের দোশররা এখনও এদেশে ঘাপটি মেরে আছে। আ.লীগের নেতাকর্মী ও তাদের সহযোগিদের হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আ.লীগের শাসন আমলে বিএনপির বহু নেতাকর্মীদের উপর হামলা-মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। কিন্তু আজ আপনাদের অপকর্মের জন্য চোরের মতো পালিয়েছেন। কিন্তু এদেশের মানুষ আপনাদের ছাড় দেবে না। বিচারের কাঠ গড়ায় দাড়াতে হবে। সেই সাথে আপনাদের সকল অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। তাছাড়া যেসকল সুবিধাবাদীরা আ.লীগের সমেয় সুবিধা নিয়ে বিএনপি’র সাথে বেইমানে করেছে, তারাই এখন দেখছি বিএনপি’র পাশে ঘুুরঘুর করছেন। দলের মিছিল মিটিংয়ে থাকছেন। কিন্তু এতে কোনো লাভ হবে না। বিএনপির দুর্দিনে পাশে ছিলেন না, এখন সুদিনেও আপনাদের প্রয়োজন নেই। তাই আগ থেকেই সরে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যথায় আ.লীগের যে পরিনতি হয়েছে, তাদের দোশরদেরও সেই একই পরিনতি হবে বলেও হুশিয়ারি দেন এই নেতা। এসময় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওলামা দলের সভাপতি মাঃ ওয়ালি উল্যাহ্ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন নেতাকর্মীরা।