মাটিরাঙ্গায় বন্যার্তদের পাশে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
স্মরণকালের ভয়াবহ বন্যায় পাহাড়ের মানুষ যখন চরম দূর্দশায় জীবন যাপন করছে ঠিক এ সময় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপর্যস্ত মানুষের সহায়তায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি মাটিরাঙ্গা শাখা। শুক্রবার ৩০ আগষ্ট, সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে ১ হাজার পেকেট ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর নিকট হস্তান্তর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ম্যনাজার মোঃ কামাল উদ্দিন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের কম্বল প্রদান সহ আল আরাফাহ ইসলামী ব্যাংক সব সময় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, পৌর এলাকায় ১শত পেকেট, সদর ইউনিয়ন ১শত ৫০, বেলছড়ি ১শত, গোমতী ১শত, আমতলী ১শত ৫০, বড়নাল ১শত, তবলছড়ি ১শত এবং তাইন্দং ইউনিয়নে ২শত করে মোট ১ হাজার পেকেট বিতরণ করা হয়।