[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ নলকূপ জীবানুমুক্তকরণ কার্যক্রম শুরু

২৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় পানিতে ঢুবে ক্ষতিগ্রস্থ গভীর/অগভীর নলকূপ পানি জীবানুমুক্তকরন কার্যক্রম শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। বোয়ালখালী ইউনিয়ন এলাকা থেকে বন্যায় পানিতে ঢুবে যাওয়া গভীর/অগভীর নলকূপ পানি বিশুদ্ধ করন কার্যক্রম উদ্বোধন করেন দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকার।

জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক হিসেবে কাজ করবেন মেরুং ও বোয়ালখালী ইউনিয়নের মো: আব্দুলাহ খান। কবাখালী ইউনিয়নের হিসেবে কাজ করবেন মেকানিক মংথোতাই মারম‘রা, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ পাপেল চাকমা ও থোয়াইচিং মং চৌধুরী। কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকার মোছা: সুফিয়া বেগম বলেন, বন্যার পানি ঢুকে পলি মাটিতে সাম্বারসিয়াল নলকূপে পানি গোলা ও গন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক এসে বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্ত করে দিয়েছে।

দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মেরুং, বোয়ালখালী ও কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের মোট নলকূপ ৫শ১৫টি ও রিংওয়েল ৯৫টি নলকূপ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের মেকানিক দিয়ে এসব ক্ষতিগ্রস্থ নলকূপগুলো দ্রুত বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্তকরন কার্যক্রম শুরু করা হয়েছে। বন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে গভীর/অগভীর ৫শত১৫টি নলকূপ, ৯৫টি রিংওয়েল ও ৭শত৪২টি ল্যাটিন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।