॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি জেলায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রামগড় থানার একাধিক চৌকস টিমের অভিযানে এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। বুধবার (২৮ আগস্ট) সকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার।
পুলিশের তথ্যমতে, গত ২২ আগস্ট রাতে খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন একটি এলাকায় এক ৫০ বছর বয়সী নারীকে তার বাড়ির কাছে ধর্ষণ করা হয়। ঘটনার সময় ভিকটিম ও তার ১৫ বছর বয়সী মেয়ে বাড়ির বাইরে ছিলেন। মেয়ে পালিয়ে গিয়ে স্থানীয়দের সহায়তা চাওয়ার পর অভিযুক্তরা পালিয়ে যায়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়।
পুলিশের অভিযান চালিয়ে গত ২৭ আগস্ট চট্টগ্রামের ভূজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকা থেকে মোঃ ইউসুফ (২৭) ও মোঃ রানা (২৪) এবং রামগড় থানার নাকাপা এলাকা থেকে মোঃ ফয়সাল (২৫) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর আগে, ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ফিরে আসে।