মানিকছড়ির মহামুনি বাজার পরিচালনা কমিটির পরিচিতি সভা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলা সদরের মহামুনি বাজার পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি ফুট হাউজ রেস্টুরেন্টে মহামুনি বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আলা উদ্দিন’র সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন পরিচিতি সভার প্রধান অতিথি ও উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক ও বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ আবুল কাশেম।
উক্ত কমিটিতে সভাপতি পদে মোঃজাবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সঞ্জয় দেব নাথ’র নাম ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম, সহ-সভাপতি পদে মোঃআলমগীর সওদাগর, মোঃমনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃআরিফ হোসেন, মোঃ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃশাহিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবু তাহের খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে কণক মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ সফিউল আজম, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃনাঈম মিয়াজী, প্রচার সম্পাদক সুমন দাশ, সিনিয়র সদস্য মোঃ কামাল পাশা, মোঃ কাঞ্চন, মোঃ সিদ্দিক এবং সদস্য হিসেবে মোঃমামুন, মোঃ সাইফুল ও মোঃ রাকিব’র নাম ঘোষণা করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাজারে চুরি ও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৮ আগস্ট ৯ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুব দলের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, মাওলা ওয়ালী উল্লাহ, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম রাশেদসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ।
সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে একজন নৈশ্য প্রহরী স্থলে তিনজন নৈশ্য প্রহরী নিয়োগ করা হয়েছে। সেই সাথে বাজারের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা। তাই বাজারের সৌন্দর্য ও বিশৃঙ্খলা রক্ষার্থে বাজারের সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।