বান্দরবানের রোয়াংছড়িতে মদ্যপ যুবককে ১ বছরের কারাদন্ড
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ওয়াগয় পাড়া এলাকার অভিযান চালিয়ে রাজা বডুয়া’র ছেলে সুভাস বড়ুয়া (২৪)কে আটক করেছে রোয়াংছড়ি থানা পুলিশ। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২২আগস্ট) ওয়াগয় পাড়া থেকে তাকে আটক করে পুলিশ।
সুভাষ বড়ুয়া প্রতিনিয়ত মাদক সেবন করত, ঘরের আসবাবপত্র ভাঙচুর বিনা কারণে পিতা-মাতাকে মারধর সহ বিভিন্ন অপরাধের কাজ করতো বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার মা বিষয়টি পুলিশকে জানালে পরে পুলিশ ভাম্যমান আদালতের মাধ্যকে আটক করে।
রোয়াংছড়ি থানার পুলিশ তদন্ত (ওসি) মোঃ আবুল কালাম আজাদ নেতৃত্ব একদল পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভুমি) তানজিনা জাহান কতৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আনিত অভিযোগটি প্রমানিত হওয়ায় সুভাষ বড়ুয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) তানজিনা জাহান। সাজা প্রাপ্ত আসামিকে পুলিশি প্রহরায় বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়।