কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সামাবেশ
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বিএনপির ৩দিনের কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী রাঙ্গামাটি কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও মিছিল করা হয়েছে। বুধবার (১৪আগস্ট) বিকাল ৫টায় নতুনবাজার শহীদ জিয়া স্মৃতি ক্লাব হতে এক বিশাল মিছিল ও শান্তি সমাবেশ বাহির করা হয়।
মিছিলটি নতুনবাজার, শিল্পএলাকা, জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে নতুন বাজার সমাবেশ অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ। ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ। বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মামুন,যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক ইথোইমং মারমা ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।