[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বিএনপি সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিশ্বাসীরামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানাকাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকালজুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবারাঙ্গামাটিতে এপিবিএন এর প্রথম ক্যাম্প উদ্বোধনএকজন পিতা ও অভিভাবক হিসেবে তিনিও শোকে কাতরজুলাই পুনজাগরণ উপলক্ষে দীঘিনালায় সেনবাহিনীর চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে ২৮ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদানকাপ্তাই বিজিবির অভিযানে অরিস সিগারেট সহ নোহা গাড়ি আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

বৈষম্যহীন সাংবাদিকতার অঙ্গীকারে খাগড়াছড়ি প্রেসক্লাবেরও নতুন কমিটি

রাঙ্গামাটি প্রেস ক্লাবেও বৈষম্য পরিহার করে নতুন কমিটি করার আহ্বান,অন্যথায়…..

১৪১

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
বৈষম্যহীন ও স্বচ্ছ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে প্রেসক্লাবের হল রুমে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে সেই সাথে রাঙ্গামাটি প্রেস ক্লাবের এমন বৈষম্য আচরণ পরিহার করে যত দ্রুত সম্ভব সবাইকেই সদস্যভুক্ত করার আহ্বান জানিয়েছেন সাংবাদিকবৃন্দ। অন্যতায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার সহায়তা ও অন্তবর্তি সরকারের হস্তক্ষেপ কামনা করা হবে বলে বঞ্চিত সাংবাদিকরা জানিয়েছেন।

এদিকে খাগড়াছড়িতে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দিদারুল আলম রাজু।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ম-সম্পাদক সমীর মল্লিক, কোষাধ্যক্ষ রিপন সরকার, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ এবং আবাসন ও আপ্যায়ন সম্পাদক চাইথোয়াই মারমা। জেলার সাত উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে এই আংশিক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি প্রেসক্লাব একটি নির্দিষ্ট সিন্ডিকেটের দখলে ছিল, যা তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করেছে। আমরা এই কমিটির মাধ্যমে সেই কুক্ষিগত অবস্থা থেকে মুক্তি পেতে চাই এবং পেশাদার সাংবাদিক তাকে উৎসাহিত করবো। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়িতে একটি সুন্দর ও বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে দুর্বৃত্তায়ন দূর করবো এবং খাগড়াছড়ির সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং শীঘ্রই জরুরি সভার মাধ্যমে খাগড়াছড়ি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। জেলা এবং উপজেলার সকল প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এই কমিটিতে স্থান পাবেন।

অপর দিকে বান্দরবান ও খাগড়াছড়িতে বৈষম্যহীন ও স্বচ্ছ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সকল সাংবাদিকদের সমন্বয়ে প্রেস ক্লাব গুলোতে নতুন কমিটি গঠন করা হলেও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সংশ্লিষ্ট নেতবৃন্দরা কোন তোয়াক্কাই করছেনা বলে স্থানীয় অনেক সাংবাদিক জানিয়েছেন। তারা বৈষম্যকে পুঁজি করে অতীতেরগুলোই যুগের পর যুগ প্রেস ক্লাবকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান মনে করে আঁকড়ে ধরে রেখেছেন। পরে বিকল্প প্রেস ক্লাব করা হলে তাও বৈষম্যের মাধ্যমে কিছু সাংবাদিককে সদস্য করা হলেও সিনিয়র অনেককেই বাইরে রেখেছেন ক্লাবের বর্তমান সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। রাঙ্গামাটি প্রেস ক্লাবের এমন বৈষম্য আচরণ পরিহার করে যত দ্রুত সম্ভব সকল সাংবাদিককে সদস্যভুক্ত সহ নতুন কমিটি করার আহ্বান জানিয়েছে। অন্যথায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার সহায়তা ও অন্তবর্তি সরকারের হস্তক্ষেপ কামনা করা হবে বলে বঞ্চিত সাংবাদিকরা জানিয়েছেন।