পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবীতে
দীঘিনালায় সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট
॥ দীঘিনালা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে পূর্নস্বায়ত্ত শাসনের দিতে হবে আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবীতে অবস্থান ধর্মঘট করা হয়েছে।
বুধবার (১০জুলাই) সাড়ে ১১টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট আয়োজনে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নোয়াপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রামে পূর্নস্বায়ত্ত শাসনের দিতে হবে আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবীতে অবস্থান ধর্মঘট এর দীপন চাকমা সঞ্চালনায় সভপতিত্ব করেন মিলটন চাকমা। এতে বক্তব্য রাখেন, ৪নং দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ৫নং বাবুছঢড়া ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা,দীঘিনালা মৌজার হেডম্যান প্রান্তর চাকমা,বাঘাইছড়ি মৌজার হেডম্যান সত্যেন্দ্রীয় চাকমা, ডানে ধনেপাতা মৌজার হেডম্যান যুবলক্ষন চাকমা, মহিলা কার্বারী সমরিকা চাকমা, দীঘিনালা চাঙমা সাংস্কৃতি গোষ্ঠির পরিচালক আনন্দ মোহন চাকমা (অবঃ শিক্ষক) প্রমূখ। ধর্মঘটে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্নস্বায়ত্ত শাসনের দিতে হবে আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবী করা হয়।