[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে নৌকা উল্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

৬৪

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঈদের আনন্দে ঘুরতে এসে লেকের পানিতে পানিতে ডুবে হাফেজ মোঃ ইসরাফিল (১৫) নামের এক মাদরাসা ছাত্র মারা গেছে। সে উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং মানিকছড়ি কাশেমুল উলুম মাদ্রাসার ছাত্র। সোমবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ির উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত মরাডলু এলাকায় অবস্থিত ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঈদের দিন দুপুরে ঘুরতে আসেন তিন বন্ধু। পার্কে ঘুরে বেড়ানোর শেষে লেকের পানিতে নৌকা ভ্রমণে যান তারা। লেকে নৌকা ভ্রমনের সময় অতিরিক্ত লাফালাফির এক পর্যায়ে আচমকা নৌকাটি উল্টে যায়। পরে দুই বন্ধু সাঁতার কেটে লেকের পাড়ে আসতে পারলেও মোঃ ইসরাফিল নামের ঐ মাদরাসা ছাত্র পানির নিচে তলীয়ে যায়। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেকের পানিতে মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন ও লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশনের প্রতিনিধি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।