রাজস্থলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথমে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় বালক বাঙ্গালহালিয়া যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) গোলে আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (০) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঙ্গালহালিয়া যৌথ খামার একাদশ দল চ্যাম্পিয়ন হয়। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাকবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান,উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার করিম উদ্দিন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডা, নিজাম উদ্দিন, উদয় তনচংগ্যা, জয়নুল তালুকদার, প্রধান শিক্ষক ইউসুফ আলী প্রমুখ, নুচিংমং মারমা এবং ধারাভাষ্যে ও সঞ্চালনায় শিক্ষক উজ্জল কুমার তঞ্চঙ্গ্যা। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন।