[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলেন হতদরিদ্ররা

৫৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৬টি জেলায় এবং ৭০টি উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি সহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ৮১টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয় দুই শতক জমির দলিল সহ দুই রুম বিশিষ্ট একটি পাকা ঘর। রামগড় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের দলিল হস্তান্তর করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকার ভোগী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।