খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আরো ৬৫ পরিবার পেল নতুন ঘর
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হতদরিদ্র দু:স্থ ভূমিহীন-গৃহহীন ৬৫ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা আশ্রয়ন প্রকল্পের ঘর। মঙ্গলবার (১১ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ৫ম পর্যায়ের ২য় ধাপে এসব ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর, মাটিরাঙ্গা উপজেলায় এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়। একই সময়ে উপকার ভোগীদের মাঝে মহামূল্যবান গাছের চারা বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আমেনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, প্রমুখ বক্তব্য দেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।