খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরো ৬৫ পরিবার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আরও ৬৫ পরিবার পাবেন জমি সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রোববার (১০ জুন) মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের পর মাটিরাঙ্গায় ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ১৩টি, তাইন্দং ইউনিয়নে ৩টি, তবলছড়ি ৩টি, বড়নাল ১১টি, আমতলী ৫টি, বেলছড়ি ১২টি, গোমতি ১৩টি ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ৫টি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী সোমবার (১১জুন) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে গৃহ ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অসহায় গৃহহীন-ভুমিহীন ও ছিন্নমুল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মুলধারায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় গৃহহীন-ভুমিহীন ও ছিন্নমুল মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। প্রেস ব্রিফিং কালে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ পর্যন্ত একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬৫৪ জন গৃহহীন- ভূমিহীন ও ছিন্নমুল পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ পাকা ঘর পেয়েছেন।