কাপ্তাই মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে তালিকাভুক্ত ৬৭৫জন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় ৪নং ইউপি কার্যালয়ে জুন ও জুলাই মাসের জনপ্রতি ২০কেজি করে ৪০কেজি চাল বিতরণ করা হয়।
কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি উপস্থিত থেকে সকল জেলেদের মাঝে ভিজিএফ চাল তুলেদেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ নবনির্মিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, ৪নং ইউপি প্যানেল চেয়ারম্যান জোবাউদা আক্তার লাভলী, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ইউপি সদস্যগণ উপস্থিত থাকেন।