[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

৪৬

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
মৎস্য অধিদপ্তরের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রাজস্থলী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয় বুধবার (৫ জুন) রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ ও অতিরিক্ত পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, সাংবাদিক আজগর আলী খান, ক্ষেত্র সহকারি চিনুমং মার্মা প্রমূখ।

দিনব্যাপি প্রশিক্ষণে কার্প জাতীয় মাছের মিশ্রচাষের এই প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।