কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে আন্তার্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আয়োজনে আলোচনা সভা ও র্যালি করা হয়।
একবারের প্রতিপাদ্য ছিলো “পরিকল্পনায় অংশগ্রহন, জীববৈচিত্য্য হবে সংরক্ষণ”। দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দীন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।