দীঘিনালায় শিখন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় পেনি আপিলের অর্থায়নে ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত মুসলিম পাড়াস্থ শিখন কেন্দ্রে অনার্থ শিশুর ও কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫মে) বিকালে কবাখালী ইউনিয়েনের মুসলিম পাড়া শিখন কেন্দ্রের আয়োজনে তিনটি ইভেন্টে‘এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিয়োগীতায় বিজয়ী হয় ছোট শিশুদের ব্যাঙ লাফ খেলায় ১ম স্থান মোছা: নুররাত,২য় স্থান মোছা: আজমিন আজম,৩য় স্থান মোছা: সোহানা আক্তার। কিশোর কিশোরীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতায় ১ম স্থান তাহমিনা আক্তার, ২য় স্থান জোবেদা আক্তার, ৩য় স্থান জান্নাতুল আক্তার, কিশোরদের বালিশ খেলায় ১ম স্থান মোঃ হাসিফুর রহমান আরিফ, ২য় স্থান মো: আলী, ৩য় স্থান মোঃ হামীম। বিয়য়ীদের মাঝে পুরস্কার তুলেদেন মুসলিম পাড়া শিখন কেন্দ্রে পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন মুসলিম পাড়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল আলিম এর সহর্ধমিনী মোছা: রহিমা বেগম, শিখন কেন্দ্র কমিটির সদস্য মোছা: আমেনা বেগম, মোছা: মর্জিনা বেগম, মোছা: সুরিয়া বেগম, মোছা: ডালিয়া পারভীন প্রমূখ।
মুসলিম পাড়া শিখন কেন্দ্রে কমিউনিটি ভলিন্টিয়ার মোছা: রাজিয়া আক্তার বলেন, শিখন কেন্দ্রগুলোতে প্রতি মাসে অনার্থ শিশু, এলাকার স্থানীয় শিশু কিশোর-কিশোরীদে মাঝে পড়া-লেখা, নাচ-গান, কবিতা আবৃত্তি, ছড়া-গল্প, যে যায় পারে তাদেরকে আনন্দ উৎসাহ দেয়ার জন্য বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠান করা হয়। এতে করে তাদের মাঝে প্রতিভা পরিফুটিত হয় জড়তা কেটে যায়। যে কোন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবে।