লক্ষ্য করোনা প্রতিরোধ
খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ’র উদ্যোগে মাস্ক বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলাতে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা’র মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি যামিনী পাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে, পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪শে নভেম্বও ২০২০) সকাল সাড়ে ১১টার সময় তবলছড়ির যামিনী পাড়ায় রতন মাষ্টারের বাড়িতে এ মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বড়নাল ইউনিয়নের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান, সানুচিং মারমা, ইউপি সদস্য অনি রঞ্জন ত্রিপুরা, মোঃ মিজানুর রহমান, মনো বিলাস ত্রিপুরা রতন, পার্বত্য প্রেসক্লাব সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বড়ুয়া, দৈনিক আমার বার্তা পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোঃ লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় এলাকার পুরষ-মহিলারা মাস্ক ব্যবহার করে স্বতস্ফুতভাবে অংশ গ্রহন করেন।