ঈশ্বরী ত্রিপুরা হত্যাকান্ডের মূল হোতা বিবেকানন্দ অবশেষে গ্রেফতার
স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর ঈশ্বরী বালাকে শ্বাসরোধে হত্যা করা হয়
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সোনার চেইন ও কানের দুলের নেওয়ার পরে ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৫)কে কিল, লাথি ঘুষি ও কাঁধে তুলে আছাঁড় ও পরে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই প্রতিবেশি বিবেকানন্দ ত্রিপুরা (৩৬)। হত্যার পর ঈশ্বরীর মরদেহ দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে বিবস্ত্র করে হাত, পা বেঁধে ঝোপঝাড়ের নিচে ডালপালা দিয়ে ঢেকে রেখে দেয় আসামী বিবেকানন্দ। এ ঘটনার পর সীমান্ত হয়ে ভারতে পালাতে গিয়ে পুলিশ বিবেকানন্দকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনার পর ঈশ^রীর স্বামী বাদী হয়ে মামলা দয়ের করার পর পুলিশ সন্দেহজনক বিবেকানন্দ ত্রিপুরাকে জেলার পানছড়ি থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করে। ঘাতক চন্দ্র কুমার পাড়ার শর্পদং ত্রিপুরার ছেলে এবং ঈশ^রীর প্রতিবেশী বলে জানিয়েছেন পুলিশ।
নিহত ঈশ্বরী বালা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্র কুমার পাড়ার ব্যবসায়ী ও ইউপির সাবেক চেয়ারম্যান দ্রোণচার্য ত্রিপুরার স্ত্রী। ঈশ^রীর পরিবার ও পুলিশ জানিয়েছেন, গত শনিবার (১১মে ২০২৪খ্রি.) ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ না থাকায় পাশের বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার জন্য বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও ফিরেনি বাড়িতে। না ফেরায় বাদী সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে গত সোমবার (১৩মে) খাগড়াছড়ি সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে নিখোঁজ ডায়েরীর সূত্র ধরে তদন্তালে পুলিশ গত বুধবার (১৫মে ২০২৪খ্রি.) সদর থানাধীন ভাইবোনছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলাবন পাড়ার সেগুন বাগান থেকে ভিকটিম ঈশ্বর বালা ত্রিপুরার বিবস্ত্র দেহ হাত, পা, গলা বাঁধা এবং আংশিক পঁচা অবস্থায় উদ্বারপূর্বক ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ঈশ^রীর স্বামী দ্রোন চার্য্য ত্রিপুরা ১৫/০৫/২০২৪ তারিখে বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিশেষ নজরদারী শুরু করে। ঘটনায় জড়িত সন্দেহাতীত বিবেকানন্দ পানছড়ি থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়। এদিকে নিহত স্বামী দ্রোণ চার্য্য ত্রিপুরা নিজের স্ত্রীর হত্যার বিচার চেয়ে ঘাতক বিবেকানন্দ ত্রিপুরার ফাঁসি দাবি করেন।
এ ঘটনায় শুক্রবার (১৭মে ২০২৪খ্রি.) সকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর, পিপিএম (বার)। এসপি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা (৩৬) ভিকটিম মৃত ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৫)কে হত্যার দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত বিবেকানন্দ ত্রিপুরাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে দেওয়া হবে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসপি।