[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

নির্ঘুম প্রচারণায় কাপ্তাই উপজেলা পরিষদের প্রার্থীরা, শেষ হাসি হাসবে কে ?

১০৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
শেষ মুহূর্তে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রার্থীরা। ২১মে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহর্তে প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতি মধ্যে দুর্গম এলাকায়সহ বিভিন্নভাবে প্রার্থীরা লবিং করে চলছেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে দলীয় ও আত্মীয়-স্বজনরা শেষমেষ ভোট ভিক্ষা চাইছেন।

এসময় কোন কোন প্রার্থী নির্বাচনে প্রচারণা করতে গিয়ে ক্লান্ত ও অসুস্থ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। এতকিছুর পরও শেষ মুহূর্তের নির্ঘুম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাপ্তাই উপজেলা নির্বাচনে আ’লীগের প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থী না থাকায় শেষ মুহূর্ত নিজেদের দলের ভিতরে ত্রি-মুখী লড়াই চলবে।

এদিকে কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে উপজেলা চেয়ারম্যান (আনারস) প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, নির্বানে জয়ী হলে কাপ্তাই উপজেলাকে বেকার মুক্ত করাসহ মডেল উপজেলা করা হবে। অপর চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন জানান, তিনি চেয়ারম্যান বিজয়ী হলে কাপ্তাই উপজেলাকে মাদকমুক্ত উপজেলা করা হবে। এ ছাড়া কৃষকলীগ উপজেলা সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা (ঘোড়া) চেয়ারম্যান প্রার্থী জানান, তিনি চেয়ারম্যান হলে কাপ্তাইকে একটি সুন্দর সমাজ গঠন করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া নানান প্রতিশ্রুতি দিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রু মারমা (টিয়া পাখি), কামাল উদ্দিন (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ পপি (ফুটবল) ও বিউটি হোসেন (কলসি) মার্কা নিয়ে শেষ মুহর্তে প্রাচারা চালিয়ে যাচ্ছেন। তবে ২১মে শেষ হাসি হাসবে কে দৃষ্টি এখন সেদিকেই সবার।