আধুনিক আলীকদম গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা
আলীকদমের জনগন অপকর্মের জবাব দিবে ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দীনের দোয়াত কলম মার্কার সমর্থনে শান্তি সম্প্রতি উন্নয়ন ও আধুনিক আলীকদম উপজেলা গড়ার লক্ষ্যে এক বিশাল মত বিনিময় সভায় অভিযোগ করা হয়েছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নানাভাবে আলীকদমের সুনাম ক্ষুন্ন করেছেন যা এই উপজেলার মানুষের এখন মুখে মুখে। তিনি পরপর ৩ বার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েও গণমানুষের কোন কাজে আসেনি। মানুষ নানা প্রয়োজনে তার দপ্তরে গেলেও তাকে খুঁজে পায়নি।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম উপজেলাধীন পানবাজার সংলগ্ন টাউন হলে প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দীনের ‘দোয়াত কলম’ মার্কার সমর্থনে শান্তি সম্প্রতি উন্নয়ন ও আধুনিক আলীকদম উপজেলা গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ অভিযোগ করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, বান্দরবান জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশৈথোয়াই মার্মা, আলীকদম উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছমিন আক্তার, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফোগ্য মারমা, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, ছাত্র নেতা রাশেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মি পদ দাশ বলেন, গত কয়েক বছর ধরে আলীকদম উপজেলায় অবৈধ গরু ব্যবসা থেকে শুরু করে অবৈধ সিগারেট, ইয়াবাসহ মাদক চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল। আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বিষয়টি আঁচ করতে পেরে এই চোরাচালানের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছিল এবং প্রশাসনের সহযোগিতায় আলীকদমে অবৈধ গরু ও মাদক চোরাচালান বন্ধ করা হয়। যোগ্য নেতৃীত্বের অভাবে গত ১৫ বছর ধরে আলীকদম উপজেলায় কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। এ পর্যন্ত গড়ে উঠেনি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। গড়ে তুলতে পারেনি কোন পর্যটন শিল্প। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে আগামীতে পর্যটন সমৃদ্ধ আধুনিক আলীকদম উপজেলা গড়ে তুলতে চাই।
এ ব্যাপারে আওয়ামীলীগসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী জামাল উদ্দিনকে নির্বাচিত করার আহবান জানান। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামাল উদ্দিনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষি পদ দাশ এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নানাভাবে আলীকদমের সুনাম ক্ষুন্ন করেছেন যা এই উপজেলার মানুষের মুখে মুখে। তিনি পরপর ৩ বার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েও গণমানুষের কোন কাজে আসেনি। মানুষ নানা প্রয়োজনে তার দপ্তরে গেলেও তাকে দপ্তরে খুজে পায়নি। বিশেষ প্রয়োজনে মানুষ তাকে ফোন করলেও সে কারো ফোন রিসিভ করে না কিন্তু চোরাকার্বারীরা ফোন করলে তাদের ফোন সাথে সাথে ধরেন। উন্নয়ন বিমুখ ও সম্প্রীতি বিনষ্টকারী এই চেয়ারম্যান মডেল মসজিদের বিরোধীতাকারী। তার অসহযোগিতার কারণে এই আধুনিক মসজিদের বরাদ্দ ফেরত গেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অত্র এলাকার জনগন তার এই অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিবে আগামী ৮ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে।