[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা ও প্রতিবাদ

৫৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহষ্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৫ নভেম্বর তারিখ নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থান থেকে চালকসহ একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে চালককে ছেড়ে দিলেও অটোরিক্সা ফেরত দেয়নি সন্ত্রাসীরা। ঘটনার চার দিন পার হতে চললেও প্রশাসন ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করতে না পারায় উদ্বেগ জানান নেতৃবৃন্দ।

অবিলম্বে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রসীদের গ্রেফতার এবং অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়াও পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজদের রুখতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে সরকারের কাছে দাবি জানানো হয় নাগরিক পরিষদের পক্ষ থেকে।