[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রশাসন ও ইউপিডিএফকে ৪দিনের আল্টিমেটাম

রাঙ্গামাটিতে অপহৃত সিএনজি উদ্ধারের দাবিবে বিক্ষোভ সমাবেশ

৮২

॥ শাহ আলম ॥

রাঙ্গামাটিতে অপহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার ও সকল শ্রমিকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা অটোরিক্স চালক ও শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) সকালে জেলা অটোরিক্স চালক ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও রাঙ্গামাটি অটোরিক্সা চালক সমিতির সভাপতি পরশ মজুমদারের সভাপতিত্বে পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বনরূপা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে রাঙ্গামাটি অটোরিক্সা চালক সমিতির সভাপতি পরশ মজুমদার, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি নামক এলাকায় ভাড়া নিয়ে নিয়ে গেলে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজিসহ চালককে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ পরে চালক আবুল কালামকে ছেড়ে দিলেও সিএনজিটি ছেড়ে দেয়নি সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ২লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে সমাবেশে অভিযোগ করা হয়।

বক্তারা হুশিয়ারী দিয়ে আরো বলেন, শ্রমিক ইউনিয়ন কাউকেই চাঁদা দিয়ে গাড়ি চালাবেনা। ইউপিডিএফ ও জেএসএসকে উদ্দেশ্য করে বলেন চাঁদাবাজি ছেড়ে ভাল হয়ে যান না হয় সাধারণ মানুষ সাথে নিয়ে আন্দোলনে নামবে রাঙ্গামাটি অটোরিক্সা চালক ও শ্রমিক ইউনিয়ন। আগামী বৃহস্পতিবার ১৯নভেম্বর হতে আগামী ২২ নভেম্বরের মধ্যে যদি অপহৃত সিএনজিটি ছেড়ে দেওয়া না হলে জেলায় বাস-ট্রাক লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধের হুশিয়ারী দেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা।

প্রশাসনের মাধ্যমে সকল সিএনজি চালক ও শ্রমিকদের নিরাপত্তার এবং একই সাথে সেনা ও পুলিশ ক্যাম্প বাড়ানোর জোড় দাবি জানান। বিগত দিনে সিএনজি চালক রতন ও ফটিক মিয়াকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করেছে আজ পর্যন্ত তাদের বিচার করা হয়নি। পাহাড়ে জেএসএস ও ইউপিডিএফ কর্তৃক সকল অপরহণ ও হত্যার সুষ্ঠু তদন্ত সহ বিচার দাবি জানানো হয়।

প্রসঙ্গত: গত ১৫ নভেম্বর ২০২০ ইং তারিখে রাঙ্গামাটি খাগড়াছড়ি শহরের বেতছড়ি নামক এলাকায় রাঙ্গামাটি-থ ১১০১০৮ সিএনজিটি আটক করে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ড (ইউপিডিএফ) একদল সন্ত্রাসী। সিএনজি চালক আবুল কালামকে মারধর করে তার সিএনজিটি অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার দীর্ঘ ৫ দিন অতিবাহিত হলেও সিএনজিটির হদিস মেলেনি। অপহৃত সিএনজি উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সিএনজি চালক ও শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ ইউপিডিএফকে ৪দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। অন্যত্থায় জেলায় বাস-ট্রাক লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধের হুশিয়ারী দেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা।