[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ

বান্দরবানের থানচিতে ৮ জনের মনোনয়নপত্র জমা

৭৬

॥ চিংথোয়াই অং মরামা, থানচি ॥
আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার ১ম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে অংশগ্রহণ করতে বান্দরবানে থানচিতে উপজেলা চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জনের মনোনয়নপত্র জমা পড়েছে।

এই নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এই প্রতিবেদককে জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে, থানচি সদর ইউনিয়নের উষামং পাড়া বাসিন্দা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া বাসিন্দা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে থানচি সদর ইউনিয়নের উষামং পাড়া বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), রেমাক্রী ইউনিয়নের হালিরাং পাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও থানচি সদর ইউনিয়নের নারিকেল পাড়া বাসিন্দা উক্যসা মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই সঙ্গে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রেমাক্রী ইউনিয়নের বড় মদক পাড়া বাসিন্দা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, রেমাক্রী ইউনিয়নের গ্রুপিং পাড়া বাসিন্দা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা ও সদর ইউনিয়নের ছান্দাক পাড়া বাসিন্দা নাজিউ মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।