[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ইউপিডিএফ মূল দলের বিজু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী

৪০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ মূল দলের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও ফেনি নদীতে ফুল ভাসানো হয়। শুক্রবার (১২এপ্রিল) সকালে ইউপিডিএফ মূল দলের আয়োজনে পাহাড়ি ছাত্র পরিষদ ও গনতান্ত্রিক যুব ফোরামের নেতৃত্বে রামগড় উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আগত যুবক যুবতিদের অংশগ্রহনে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের মহামুনি বৌদ্ধ বিহার এলাকা থেকে বিদায়ী বৎসর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশাল মটর শোভাযাত্রা, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ফেনী নদীতে ফুল ভাসানো ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে রামগড় ইউপিডিএফ মূল দলের সহকারী পোস্ট কমান্ডার জিয়ান চাকমার নির্দেশনা মোতাবেক পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাহাদুর ত্রিপুরা ও রামগড় উপজেলা গনতান্ত্রিক যুব ফোরাম সভাপতি জার্মেট ত্রিপুরার নের্তৃত্বে রামগড় ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি পাড়া ও গ্রাম থেকে ১২টি পিকাপ জীপ ও ৫০-৬০ টি মটর সাইকেল যোগে প্রায় ৬০০ জন পাহাড়ি যুবক ও যুবতি এতে অংশগ্রহণ করে বলে জানা যায়।

রামগড় উপজেলা দারোগাপাড়া এলাকায় ফেনী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে ফুল বিজু পালন করার পর রামগড় মহামুনি বৌদ্ধ বিহার এলাকা থেকে মটর র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের সামনে এসে শেষ হয়।