ঈদ উল ফিতর উপলক্ষে শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে চাল বিতরণ
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ইসলামিক ফাউন্ডেশনের অসচ্ছল শিক্ষকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮এপ্রিল) দুপুর আড়াই টায় উপজেলা সদরে অসচ্ছল ইমাম, শিক্ষক ও মুয়াজ্জিনদের জন্য ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষে ১শ’জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন উপস্থিত থেকে সকলের মাঝে চাল তুলে দেন। এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ ঘোষ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।