কাপ্তাই হৃদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধর মৃত্যু
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
প্রতিদিনের ন্যায় আজও নিজের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় মারা গেছেন কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ। সোমবার (৮এপ্রিল) সকালে দশটার দিকে লাঠি ভর দিয়ে নিজেই ঘাটে গোসল করতে যায় বৃদ্ধা। পাশের ঘাট থেকে সুমন নামে এক যুবক তাকে ডুবতে আর ভাসতে দেখে দৌড়ে এসে বৃদ্ধার পরিবারকে জানালে তারা গিয়ে বৃদ্ধাকে আর খুজেঁ পায়নি।
পরবর্তীতে স্থানীয় জেলেদের মাধ্যমে খুঁজাখুঁজি করে, একই এলাকার ডুবুরি নাজিম হ্রদের গভির অংশ থেকে বৃদ্ধকে তুলে নিয়ে আসেন। এসময় লংগদু ফায়ার সার্ভিস এর কর্মকর্তা সূর্য আলো চাকমা সহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলো। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তিনি বয়োবৃদ্ধ হওয়ায় এরকম সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবারে লোকজন মর্মাহত।