[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে প্রায় ৮ টাকা বিতরণে দীপংকর তালুকদার, এমপি

প্রধানমন্ত্রী সামাজিক নিরাপদ বেষ্টনীর আর্থিক সাহার্য্য কার্যক্রম চালু রেখেছেন

৮৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৭ লাখ ৭২হাজার টাকা বিতরণ করেছেন দীপংকর তালুকদার এমপি। সোমবার (৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত গরীব, অসহায়, দু:স্থ পরিবার, এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী, অসহায় এবং প্রতিবন্ধীর মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার, এমপি। দীপংকর তালুকদার বলেন অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপদ বেষ্টনীর আওতায় অসহায় শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে এই টাকা বিতরণ কার্যক্রম চালু রেখেছেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি), ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম। ১৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজনকে ২ হাজার, ১৯৩ জন অসহায় দুঃস্থ পরিবারকে প্রতিজন ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।