[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনবান্দরবানের লামায় পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়কে দিতে হচ্ছে টোলখাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে সৃজনশীল আলোচনা সভাবাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াতবাঘাইছড়িস্থ মারিশ্যা জোন কর্তৃক অগ্নি নির্বাপক সরঞ্জাম বিতরণরাঙ্গামাটির লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছা স্মরণ সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে নারীদের উঠান বৈঠক বাল্য বিবাহ প্রতিরোধ নারীদের এগিয়ে আসতে হবেকাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের রাঙ্গুনিয়া আউটরিচ ক্যাম্পেইনিংপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০২কাপ্তাইস্থ চিৎমরমে বন্যহাতি ঘরে প্রবেশ, প্রানে রক্ষা একটি পরিবার
[/vc_column_text][/vc_column][/vc_row]

হাসপাতাল গেইট ইসলামিয়া মসজিদ ও মাদরাসার উদ্যোগে

খাগড়াছড়িতে এই ১ম বার প্রতিভা অন্বেষণে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিল

৯৯

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলায় প্রথম বারের মতো প্রতিভা অন্বেষণে সদর হাসপাতাল গেইট ইসলামিয়া মসজিদ ও মাদরাসার উদ্যোগে জেলা ব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬এপ্রিল) বিকেলে মাদরাসার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবউল্লাহ জাহাঙ্গীর, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা হাবিবুর রহমান এবং হাসপাতাল জামে মসজিদের খতিব মুফতি শফিউল্লাহ আল হাবিবী।

এসময় অনুষ্ঠানে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ মাসুদ এর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিল পরিমল দেবনাথ সহ হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রাথমিক বাছাই পর্ব প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৭ জন, খ গ্রুপে ৩৪ জন এবং গ গ্রুপে ২৩জন মিলে মোট ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে চূড়ান্ত পর্বে তিন গ্রুপ থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান হিসেবে মোট ৯ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের মাঝে প্রাইজমানিসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

এতে পুরষ্কার হিসেবে ক গ্রুপে প্রথম স্থানকে ১০ হাজার, দ্বিতীয় স্থানকে ৫ হাজার এবং তৃতীয় স্থানকে ৩ হাজার, খ গ্রুপে প্রথম স্থানকে ১৫ হাজার, দ্বিতীয় স্থানকে ৮ হাজার এবং তৃতীয় স্থানকে ৪ হাজার এবং গ গ্রুপে প্রথম স্থানকে ২০ হাজার, দ্বিতীয় স্থানকে ১০ হাজার এবং তৃতীয় স্থানকে ৫ হাজার টাকা। তাছাড়া বিজয়ী ৯ জনকে ক্রেস্ট ও সনদপত্র এবং বাকী ২১ জনকে এক হাজার টাকা করে যাতায়াত খরচ দেওয়া হয়। অন্যদিকে প্রাথমিক বাছাই পর্বে সকল বিজয়ীদের সনদপত্রও দেওয়া হয়।