রামগড়ে বিএনপির একাংশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি-সুস্থতা কামনায় ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে আবাসিক এলাকা আনন্দ পাড়া ফরহাদ ভূঁইয়ার বাস ভবনে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূইয়া (ফরহাদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ মোতাহের হেসেন মিলন ও চাইলা মারমা প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী বলেন, রামগড় উপজেলার কমিটিতে দলের ত্যাগী সৎ ও নিবেদিত নেতাদের মুল্যয়ন করা হয়নি, জৈষ্ঠ্য নেতাদের পাশ কাটিয়ে জুনিয়র কতিপয় ব্যক্তিদের বিভিন্ন পদে রাখা হয়েছে। দীর্ঘদিন দল ক্ষমতার বাহিরে থাকার কারণে তাদের অনেক ত্যাগী নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে আজ জর্জরিত, অথচ তাদের বাদ দিয়ে যারা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে আতাত করে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপিকে কোন ঠাসা করে রেখেছে তারাই আজ বড় পদধারী নেতা।
বক্তিতায় আরো বলেন, ঘোষিত কমিটির বিরুদ্ধে জৈষ্ঠ্যতা লঙ্গনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও করা হয়েছিল। পরে দেশনেত্রীর রোগ মুক্তির কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির একাংশের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।