[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় অসহায়দের মাঝে জোনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ঈদ আনন্দ ভাগাভাগি কর নিতে গরীব ও অসহায়দের মাঝে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেংগল এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন আয়োজনে ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীঘিনালা জোনের ঈদ উপলক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের ক্যাপ্টন রাফিদ মাহমুদ সিদ্দিকি, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি ও ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা। এতে ২শতাধিক অসহায় দু:স্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন বিতরন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে জোন কমান্ডার লে: কর্ণেল রুমন পারভেজ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দু:স্থদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে সমান্য ঈদ উপহার প্রদান করা হলো। সকল ধরনের সাহায্য সহযোগীতা দীঘিনালা জোনের পক্ষ থেকে অব্যহত থাকবে।

এদিকে ঈদ উপহার পেয়ে মেরুং ইউনিয়নের আশ্রম এলাকার জরিনা বেগম(৫৬) বলেন, ঈদ আসলে জোন থেকে গরীব মানুষকে ঈদ করার জন্য সাহায্য দেয়। আমাকে জোন থেকে ঈদের উপহার দিয়েছে ভালো করে ঈদ করতে পারব। জোনে আর্মিরা অনেক ভালো গরীবের দু:খ বুঝে। কবাখালী ইউনিয়নের প্রতিবন্ধী মোঃ আব্দুল বারেক বলেন, সড়ক দূঘটনায় আমি পঙ্গু হয়ে গেছি অসুস্থ অবস্থায় কাজকর্ম করতে পারি না অন্যের সাহায্য সহযোগীতা নিয়ে জীবন জলে। দীঘিনালা জোনের পক্ষে ঈদ উপলক্ষে উপহার পেয়েছি ঈদ করার জন্য।