রোয়াংছড়ির ১নং ইউনিয়নের গ্রাম প্রধান হলেন অংবাউ মারমা
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বান্দরবান বোমাং সার্কেল ৩৩৮নং রোয়াংছড়ি মৌজায় ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের রোয়াংছড়ি উজানী পাড়ার নিবাসী মৃত: হ্রইবেঅং মারমা ছেলে অংবাউ মারমা কারবারী (গ্রাম প্রধান) নিয়োগ পেয়ে দশ বছর পর অভিষেক অনুষ্ঠান নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (পহেলা এপ্রিল ২০২৪) অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৮নং রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩৪৯নং ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, ১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, হেডম্যান প্রতিনিধি অব:শিক্ষক উচথোয়াই মারমা, মহিলা ইউপি সদস্য থুইসাংপ্রু মারমা, ইউপি সদস্য অংশৈচিং মারমা, ক্রাচিংঅং মারমা, অংচিংমং মারমা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।