[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস উল্টে প্রাণ গেল ২ জনেরবাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১চায়ের দোকানের আড্ডায় এখন একটাই প্রশ্ন, কে হাসবে শেষ হাসিবান্দরবানে সেরা কোয়ান্টাম কসমো কলেজে শতভাগ পাশশতভাগ পাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইবিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধনরাঙ্গামাটির লংগদুতে ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কারনওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সামাজিক মসজিদ নির্মাণ দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

৫৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি সামাজিক মসজিদ বাদ দিয়ে সরকারের ৬০ লাখ টাকা ব্যয়ে একটি সংগঠনের ৩জন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মধ্যবেতছড়ি এলাকাবাসী। সোমবার (১এপ্রিল) সকাল ১১টায় মধ্যবেতছড়ি বাজারে রাস্তার পাশে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, মধ্যবেতছড়ি সমাজের সভাপতি মোঃ মিলন ডাক্তার, মেরুং ইউনিয়ন পরিষদ সদস্য নাজমুল হোসেন তারা, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক, আবদুল খালেক, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, জাহিদ হাসান, মাও: মোঃ শাহ জালাল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, সম্প্রতি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ নির্মাণের জন্য জেলা পরিষদ কর্তৃক বরাদ্দ আসার কথা মর্মে আমরা নিশ্চিত হই। হঠাৎ জানতে পারি বিভিন্ন তদবিরের মাধ্যমে মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের নাম পরিবর্তন করে রাজারবাগের পীরের অনুসারীরা মধ্যবেতছড়ি মোহাম্মদিয়া জামিয়া শরীফ নামে জেলা পরিষদ থেকে ৬০লাখ টাকা বরাদ্দের মাধ্যমে মসজিদ স্থাপনের জন্য মাটি কাটা শুরু করেছে। অর্থের অভাবে মধ্যবেতছড়ি বাজার মসজিদ সংস্কার হচ্ছেনা।

বক্তারার বলেন, একশত গজের মধ্যে তিনটি মসজিদ থাকা সস্তে¡ও রাজারবাগের দরবারের পীরের মুরিদ দু’তিন জন অনুসারীর জন্য আরেকটি মসজিদ স্থাপন করার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এদিকে মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের আওতায় দু’টি সমাজ মিলে প্রায় ছয়শত পরিবার বসবাস করে। প্রয়োজনীয় এলাকার মসজিদের নাম কেটে অপ্রয়োজনীয় স্থানে দু’তিন মুসল্লির জনের জন্য মসজিদ নির্মাণ বন্ধ করাসহ প্রয়োজনীয় এলাকায় মসজিদ নির্মাণের জন্য মানববন্ধনে দাবি জানান।