[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ১২ গ্রামের মানুষভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবেরাঙ্গামাটির আইনকন ঝুলন্ত সেতু ১৫ দিন ধরে ডুবে থাকায় হতাশ পর্যটকরারাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে মামলার সাক্ষী দিতে এসে লাশ হলেন এসআই পার্থ

৫৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে মাইক্রোবাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পুলিশের এসআই পার্থ রায় চৌধুরী (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে জেলার সদর ইউনিয়ন গামাড়ি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাঙ্গামাটির নিজ বাসা থেকে মোটর সাইকেলযোগে আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন এসআই পার্থ। খাগড়াছড়ির সদরের গামাড়ীঢালা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস সজোরে ধাক্কা তিনি কোমড়ের নিচে মারাত্মক আঘাত পান। তাৎক্ষনিক তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়। এসআই পার্থ কিশোর গঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করেছেন। সে রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম আবছার বলেন, পার্থ খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করার সময় বেশ কয়েকটি মামলার তদন্ত করেছেন। এই সব মামলায় আদালতে সাক্ষ্য দিতে আসার পথে এই দূর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিনয়ী ও সৎ অফিসারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শোক জানিয়েছে স্থানীয়রা।