কাপ্তাইয়ে পুষ্টি বিষয়ক কৃষক মাঠ স্কুলের উদ্বোধন
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পুষ্ঠি বিষয়ক মাঠ স্কুলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ায় পার্টনার কৃষক মাঠ স্কুল-পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ থোয়াইনুচিং মারমা,উথোয়াই প্রু মারমা।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় এই কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে। এসময় ২৫ জন কৃষাণীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।