খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনায় প্রতিমন্ত্রী
এভাবে কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এসময় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, এভাবে কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না। যারা মা-বাবা হারিয়েছেন, যারা শহিদ পরিবার, তাদেরও কোনো কিছু দিয়ে ক্ষতি পূরণ করতে পারবো না। প্রতিমন্ত্রী এসময় বঙ্গবন্ধুর আদর্শকে মেনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা উক্য জেন, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ রইস উদ্দিন, প্রাক্তন কমান্ডার মোঃ কাবিল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ৭০জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহয়তা তুলে দেন অতিথিরা।