মানিকছড়িতে নানা আনুষ্ঠানিকতায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে।
পরে সকাল ৮টায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, আনুষ্ঠানিক সালাম গ্রহণ, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল সাড়ে ১০টায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, মানিকছড়ি থানার ও.সি মোহাম্মদ ইকবাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাঈমুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবদুল মতিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ।
অন্যদিকে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।