মাটিরাঙ্গায় ৫৪তম মহান স্বাধীনতা জাতীয় দিবস পালন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অংশগ্রহণে স্বাধীনতা সোপানে পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমার সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্ল্যাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।