বীর শহীদদের স্মরণে স্বাধীনতা সোপানে মাটিরাঙ্গায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা সোপানে মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী সকল বিভাগীয় কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর, মাটিরাঙ্গা সার্কেল অফিসের কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মাটিরাঙ্গা প্রেস ক্লাব, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই সর্বস্তরের জনসাধারনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।
একই দিনে সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে পুলিশ, ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গালর্স গাইড সদস্যের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।