[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপারখাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতখাগড়াছড়ির চেঙ্গী নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ১২ গ্রামের মানুষভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবেরাঙ্গামাটির আইনকন ঝুলন্ত সেতু ১৫ দিন ধরে ডুবে থাকায় হতাশ পর্যটকরারাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মতবিনিময় সভায় সচিব মোঃ সফিকুল আহম্মদ

পাহাড়ে মানুষ আর্থ-সামাজিক,অর্থনৈতিক ও শিক্ষায় অনেক পিছিয়ে

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষ আর্থ-সামাজিক অর্থনৈতিক ও শিক্ষায় দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনয়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পৃথক বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তারই স্বপ্নের ফসল।

সোমবার (১৬ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে জনকল্যাণে কাজ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াত, কৃষি ও সমাজকল্যাণ প্রভৃতি উন্নয়নের পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠীর মনের উন্নয়নের বিষয়কেও সমানভাবে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা প্রদান করতে হবে। এক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ্য করেন।

এসময় মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সচবি ও সদস্য প্রশাসন (যুগ্মসচিব) আশীষ কুমার বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য বাস্তবায়ন (উপসচিব) মোহাম্মদ হারুন-অর-রশীদ, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম প্রমূখ।

শুরুতে সদস্য পরিকল্পনা (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী সঞ্চালনায় সভায় ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্বাগত জনান এবং পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রতিষ্ঠান উল্লেখ করে পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিক অগ্রগতির সারসংক্ষেপ তুলে ধরেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের সার্বিক কর্মকান্ডের বিষয়ের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিবেশন করা হয়।