[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটিকে কেইউজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি

৮৮

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা শহরস্থ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।

সংক্ষিপ্ত আলোচনা সভায় খাগড়াড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আজম, সাধারণ সম্পাদক আবু দাউদ, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, নির্বাহী সদস্য ও বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, নির্বাহী সদস্য এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সাংবাদিক ইউনিউনে বর্তমান কমিটি অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, বর্তমানে সাংবাদিকদের মধ্যে একতার অভাব। সবাই ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা না করে কর্মরত সাংবাদিকদের জন্য কাজ করতে হবে। সব শেষে ঐক্য ছাড়া সাংবাদিক সমাজের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে ঐক্য না হলে এমন পরিস্থিতির পরিবর্তন হবে না। সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।